বান্দরবান ভ্রমণ পরিকল্পনা
ঢাকা থেকে বান্দরবান যায় এমন অনেক পরিবহন পাবেন। নন এসি বাস ভাড়া জনপ্রতি ৬৫০ টাকা আর এসি বাস ভাড়া জনপ্রতি ৮৫০ টাকা। এছাড়াও ট্রেনে করে গেলে জনপ্রতি ভাড়া চট্টগ্রাম পর্যন্ত ৩৫০ টাকা। চট্টগ্রাম থেকে বান্দরবান বাস ভাড়া ১১০ টাকা করে জনপ্রতি। চট্টগ্রাম রেলস্টেশনে নেমে সিএনজি বা বাস করে বহদ্দারহাট বাসটার্মিনাল এ এসে প্রতি আধা ঘন্টা পরপর বান্দরবানের বাস পাবেন।
যদি রাতে রওনা দেন তবে সকালে পৌঁছাবেন। হোটেলে রুম ভাড়া ৮০০-২০০০ টাকা পর্যন্ত হতে পারে। ফ্রেশ হয়ে নাস্তা সেরে চলে যাবেন স্বর্ণমন্দির। অটো ভাড়া নিবে ১৫০ টাকা। ওখান থেকে এসে দুপুরের খাবার খেয়ে রওনা দিবেন মেঘলা ও নীলাচল এর উদ্দেশ্যে। দুইটা স্পটের জন্য গাড়ি একসাথে ভাড়া নিলে খরচ পড়বে ১২০০-১৫০০ টাকা। পরেরদিন যাবেন নীলগি, ফিরতি পথে পাবেন চিম্বুক আর শৈলপ্রপা। ভাড়া নিবে আনুমানিক ২৫০০-৩৫০০ টাকা।
সব স্পটের গাড়ি ভাড়ার জন্য নির্ধারিত চার্ট আছে। রওনা দেয়ার আগে দেখে নিবেন।
আর প্রতি স্পটে প্রবেশ ফি আর কিছু স্পটে গাড়ি পার্কিং ফি আছে।
আনুমানিক খরচ হিসাব -
সব মিলিয়ে ৬ জনের টিমে খরচ পড়বে জনপ্রতি আনমানিক ৩,৫০০ - ৪,০০০ টাকা। আর কাপল হলে খরচ হবে জনপ্রতি ৪,৫০০ - ৫,৫০০ টাকা।
হোটেলের রুম পেতে যোগাযোগ করুন -
হোটেল ফোরস্টার, বান্দরবান এবং হোটেল স্বর্ণশীলা, বান্দরবান এ আপনাকে স্বাগতম। হোটেলের রুম ভাড়া নিম্নরূপ - সিঙ্গেল রুম - ৫০০/- (এসি - ১৫০০/-) কাপল রুম - ৮০০/- (এসি - ১৫০০/-) ৩ জনের রুম - ১২০০/- (এসি - ২০০০/-) ৪ জনের রুম - ১৬০০/- (এসি - ৩০০০/-) যোগাযোগ - 01676192182 ধন্যবাদ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন